Tuesday 19 February 2013

গণমাধ্যমে ছাত্রশিবিরকে



বিভিন্ন গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন
প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ 
দৈনিক মানবকণ্ঠ, যায়যায় দিন, যুগান্তর, জনকন্ঠসহ কিছু গণমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন সেক্রেটারী জেনারেল আবদুল জববার বলেন, গতকালের সফল হরতালকে বিতর্কিত করতে জনকণ্ঠ, মানবকন্ঠের মত কিছু দৈনিক নির্জলা মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। তারই অংশ হিসাবে রাজশাহীতে আওয়ামীলীগের অফিসে শিবির হামলা করেছে বলে মিথ্যা প্রতিবেদন ছাপানো হয়েছে। অথচ বাস্তব হল রাজশাহীসহ সারাদেশে সরকারের উস্কানীতে হরতালে পুলিশের সাথে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা জামায়াত শিবির নেতাকর্মীদের উপর হামলা করেছে। রাজশাহীতে পুলিশের সামনে ইসলামী ব্যাংক শিক্ষা প্রতিষ্টান পুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি তারা পুলিশের উপরও হামলা করে। আওয়ামীলীগের অফিস নিজেরা পুড়িয়ে দিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের জন্য। আর এসব গণমাধ্যম ছাত্রশিবিরের উপর দোষ চাপানের চেষ্টা করে তাতে সহায়তা করেছে। যা স্বাধীন গণমাধ্যমের দলীয় মানষিকতার পরিচয় বহন করে।
নেতৃবৃন্দ বলেন, সব কিছুতে ছাত্রশিবিরকে জড়ানো এসব গণমাধ্যমের অভ্যাসে পরিণত হয়েছে। ছাত্রশিবিরের বিরুদ্ধে এসব গণমাধ্যমের ধারাবাহীক অপপ্রচারে মানুষ আজ বিরক্ত। ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নেই। বরং অপপ্রচারের ফলে বাকশালী সরকারের মত এসব গণমাধ্যমর থেকে জনগন মুখ ফিরিয়ে নিবে।
নেতৃবৃন্দ ধরণের মিথ্যা ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদক গণমাধ্যমের প্রতি আহ্বান জানান

No comments:

Post a Comment