Sunday 17 February 2013

“আমার আব্বু ইসলামী ব্যাঙ্কের এমপ্লয়ি


আমার আব্বু ইসলামী ব্যাঙ্কের এমপ্লয়ি আব্বুর কলিগ মিরপুর ব্রাঞ্চে আছেন সারাদেশে যেভাবে ইসলামী ব্যাঙ্কের বুথ এবং ব্রাঞ্চে হামলা হচ্ছে সেটা নিয়ে ওই ব্রাঞ্চের ম্যানেজার টেনশনে ছিলেন তার উপর ব্রাঞ্চের পাশেই স্থানীয় লীগনেতাদের আয়োজনে কনসার্ট -সমাবেশ হত প্রতি সন্ধ্যায় সমাবেশে প্রায় পঞ্চাশজনেরও বেশি লীগকর্মী থাকত এই ভয়েই ব্রাঞ্চের পক্ষ থেকে মিরপুর দুই নাম্বার থানায় জিডি করতে পাঠানো হয় একজন কর্মচারীকে কিন্তু উনি গেলে উনার কাছ থেকে জিডি নেয়া হয়নি উনাকে বলা হয় আপনার বসকে পাঠান তারপর ব্রাঞ্চ ম্যানেজার আরেকজন কর্মকর্তাকে নিয়ে থানায় গেলে তাদেরকে গতকালনাশকতার পরিকল্পনা অভিযোগে আটক করে পুলিশ এটা নিয়ে কালকে থেকেই বিভিন্ন চ্যানেলে স্ক্রল দেখানো হচ্ছে
এখানেই শেষ নয় পরে রাতে দুইজনের মুক্তির জন্য প্রায় চার লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে এক লাখ টাকার বেশি দেয়া সম্ভব না তার উপর টাকা দিলেই যে ছেড়ে দিবে তারও কোন নিশ্চয়তা নেই
কিন্তু এখানেও শেষ হয়নি ব্যাঙ্ক থেকে সবার বাসার ঠিকানা নিয়ে গেছে পুলিশ এখন কেউই আর রাত আটটার পর বাসায় থাকতে পারছেন না কালকে রাতে আমরাও বাসায় থাকতে পারিনি আমাদের রাতগুলো কাটছে অসম্ভব ভয়ে

No comments:

Post a Comment